‘কূটনৈতিক ব্যর্থতায়
মধ্যপ্রাচ্যে জনশক্তি
রপ্তানি বন্ধের পথে'
বাংলাদেশ থেকে জনশক্তি
রপ্তানি কমেছে৷
মধ্যপ্রাচ্যে জনশক্তি
রপ্তানি বন্ধের পথে'
বাংলাদেশ থেকে জনশক্তি
রপ্তানি কমেছে৷
জনশক্তির
সবচেয়ে বড় বাজার
মধ্যপ্রাচ্যে এখন খুব বেশি মানুষ
যাচ্ছে না৷ বায়রা-র সাধারণ সম্পাদক
মনসুর আহমেদ কালাম মনে
করেন, কূটনৈতিক ব্যর্থতাই এর
মূল কারণ৷
মধ্যপ্রচ্যে জনশক্তি রপ্তানি
কমে যাওয়ার কারণ জানতে
চাওয়ায় ডয়চে ভেলেকে
এমনটিই বলেছেন বাংলাদেশ
অ্যাসোসিয়েশন অফ
ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ
(বায়রা)-র সাধারণ সম্পাদক মনসুর
আহমেদ কালাম৷ তিনি বলেন,
‘‘কূটনৈতিক ব্যর্থতার কারণে
মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানি
এখন প্রায় বন্ধ হওয়ার পথে৷
আগের তুলনায় আমরা ৫ শতাংশ
মানুষও পাঠাতে পারি না৷ মালয়েশিয়ার
বাজারও বন্ধ৷ ফলে আমরা একটা
খারাপ সময় পার করছি৷'’
রাশিয়ার বাজারে নতুন করে শ্রমিক
পাঠানো যাবে এমন আশাবাদ
ব্যক্ত করে মনসুর আহমেদ
জানান, ‘‘বর্তমানে এক কোটির
মতো শ্রমিক বিভিন্ন দেশে
আছেন৷ বিশ্বের ১৬৮টি
দেশে বাংলাদেশের মানুষ কাজ
করছেন৷'’ এ সময় শিগগিরই
মালয়েশিয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার
করবে – এমন আশ্বাস পাওয়া
গেছে বলেও জানিয়েছেন
তিনি৷
সবচেয়ে বড় বাজার
মধ্যপ্রাচ্যে এখন খুব বেশি মানুষ
যাচ্ছে না৷ বায়রা-র সাধারণ সম্পাদক
মনসুর আহমেদ কালাম মনে
করেন, কূটনৈতিক ব্যর্থতাই এর
মূল কারণ৷
মধ্যপ্রচ্যে জনশক্তি রপ্তানি
কমে যাওয়ার কারণ জানতে
চাওয়ায় ডয়চে ভেলেকে
এমনটিই বলেছেন বাংলাদেশ
অ্যাসোসিয়েশন অফ
ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ
(বায়রা)-র সাধারণ সম্পাদক মনসুর
আহমেদ কালাম৷ তিনি বলেন,
‘‘কূটনৈতিক ব্যর্থতার কারণে
মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানি
এখন প্রায় বন্ধ হওয়ার পথে৷
আগের তুলনায় আমরা ৫ শতাংশ
মানুষও পাঠাতে পারি না৷ মালয়েশিয়ার
বাজারও বন্ধ৷ ফলে আমরা একটা
খারাপ সময় পার করছি৷'’
রাশিয়ার বাজারে নতুন করে শ্রমিক
পাঠানো যাবে এমন আশাবাদ
ব্যক্ত করে মনসুর আহমেদ
জানান, ‘‘বর্তমানে এক কোটির
মতো শ্রমিক বিভিন্ন দেশে
আছেন৷ বিশ্বের ১৬৮টি
দেশে বাংলাদেশের মানুষ কাজ
করছেন৷'’ এ সময় শিগগিরই
মালয়েশিয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার
করবে – এমন আশ্বাস পাওয়া
গেছে বলেও জানিয়েছেন
তিনি৷