কিভাবে ফেসবুকের লাস্ট নাম বাদ দিয়ে শুধু একটি শব্দের নাম ব্যবহার করবেন

আপনারা জানেন ফেসবুকে আপনার একটি
User name থাকে । আপনি হয়ত দেখে থাকবেন
অনেকে মাত্র একটি শব্দের নাম ব্যবহার করে
কিন্তু আপনি পারছেন না, তাহলে এইভাবে
চেষ্টা করে দেখুন ।
আপনার Firefox browser টি ওপেন করুন এবং
ওপরের মেনু থেকে ম্যানুয়াল প্রক্সি
কনফিগারেশন এ যান, না পারলে দেখুনঃ
Go to Options -> Advanced -> Network -> Settings
-> Connection Settings -> Manual Proxy
Configuration
এখন আপনার প্রক্সি পরিবর্তন করে লিখুন
103.10.62.30 এবং পোর্ট 8080 অথবা একটি
Indonesian যে কোন প্রক্সি ।
এরপর আপনার ফেসবুক প্রোফাইল থেকে
ভাষা পরিবর্তন করে BAHASA INDONESIA করে
দিন ।
এরপর আপনি আপনার নাম পরিবর্তন করুন এবং
Middle name এবং Last name বাদ দিয়ে লিখুন
এবং Ok চাপুন, দেখুন আপনার নাম একটি
শব্দের হয়ে গেছে । এইবার আবার আপনার
আগের ভাষায় ফিরে আসুন ।

Share this

Related Posts

Previous
Next Post »