ফেসবুকের Photo Verification দেখানো ID এর সমাধান নিন ।

ফেসবুকে ID Photo Verification এখন কমন একটি
সমস্যা । অনেকে বিভিন্ন কারনে ব্লক খেয়ে
ID হারাতে হয়, এখন আর হারাতে হবে না
কারন আমি বলছি কিভাবে আপনার ব্লকড ID
ফিরিয়ে আনবেন Photo Verification এর মাধ্যমে

ফটো ভেরিফাই দুই প্রকার হয়ে থাকে, এক
প্রকারে ৬ টি করে ফ্রেন্ডসের নাম থাকে!
অন্য প্রকারে কোন নাম থাকে না । দ্বিতীয়
প্রকারে শুধু যার একাইন্ট সেই পারবে উদ্ধার
করতে ।
আমি এখানে বলব কি করে প্রথম প্রকার
অর্থাৎ ৬টি অপশন থাকা একাউন্টে ফটো
ভেরিফাই করা যায় ।
১. খাতা ও কলম নিতে হবে ।
২. লগইন করে ক্যাপসা ভেরিফাই করতে হবে ।
৩. START এ ক্লিক করেন তিনটা করে ফটোর
সাথে ৬টি ফ্রেন্ডসের নাম সহ ২ বার skip সহ
মোট ৭ বার আসবে।
৪. তিনটা ছবির নাম গুলা খাতাই লিখুন ।
৫. তারপর ৬ জন ফ্রেন্ডের নাম গুলা লিখে
রাখুন ।
৬. এভাবে প্রতি ৩০ মিনিট পরপর ট্রাই করুন ।
৭. অনেক সময় দেখবেন ছবি গুলা বার বার
আসবে কিন্তু নাম গুলা পরিবর্তিত, তখন আগে
লিখা নামগুলার মধ্যে যেগুলো পাবেন না
সেগুলো কেঁটে দিবেন ।
৪-৫ বার ট্রাই করার পর আপনার কাঙ্খিত
সঠিক নামটি খুঁজে পাবেন ।
৮. আর সঠিক নাম খুঁজে পেলেই, আপনি
আপনার আই ডিটি ফটো ভেরিফাই করে খুলে
ফেলতে পারবেন
তাহলে এখন আরামে ফেসবুক চালান, কোন
সমস্যা নাই ।

Share this

Related Posts

Previous
Next Post »